গৌরনদী প্রতিনিধি :- “মুজিব বর্ষের মূলমন্ত্র, থাকবে সেবা সর্বত্র” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধাব ও স্বামী নিগৃহিতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতাসমূহ ডিজিটাল পেমেন্ট (জিটুপি) বাস্তবায়নের লক্ষে জনপ্রতিধিদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাবির হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আহাদ মিয়া রাসেল, ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ। কর্মশালার শুরুতে জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্ট শাহাদাতবরনকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।