কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সকাল ৮টার দিকে ভাসানচরের অদূরে নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে- এমন খবর পেয়ে ‘বিসিজি সবুজ বাংলা’ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে নৌযানটি ভাসমান অবস্থায় দেখা যায়। এ সময় ৩৫ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা জেলেদের নৌযানসহ কোস্টগার্ডের পতেঙ্গা আউটপোস্টে এনে মালিকের কাছে হস্তান্তর করা হয়।
জেলেরা জানান, গত ১২ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে তারা সমুদ্রে গমন করেছিলেন। এরপর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাগরে ভাসতে থাকে। দীর্ঘ পাঁচ দিন ধরে তারা গভীর সাগরে ভাসছিলেন। এক পর্যায়ে মোবাইল নেটওয়ার্ক পাওয়া গেলে একজন জেলে কোস্টগার্ডে খবর দেন। খবর পাওয়ার পর কোস্টগার্ডের টিম তাদের উদ্ধার করে। জেলেদের অনেকেই প্রাণে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। উদ্ধার হওয়ায় তারা কোস্টগার্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।