কামরুল হাসান সোহাগ, বিশেষ প্রতিনিধিঃ সরকারি চাকুরি, শিক্ষক, ব্যাংকার থেকে শুরু করে প্রায় সকল পর্যায়েই কৌশলে ঢুকে পরেছে ছদ্মবেশী জামাত শিবির।
বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকাকালিন সময়ে ছাত্রদল পরিচয়ের পাশাপাশি শিবিরের পরিচয়ে কিছু নিয়োগ হয়েছে। টাকার বিনিময়ে অনেক নিয়োগ হয়েছে, যাদের বেশির ভাগই জামায়াত-শিবিরের। দলই তাঁদের সেই ঘুষের টাকা জোগান দিয়ে প্রশাসনে দলীয়করণ করেছে। নিয়োগের সময় রাজনৈতিক পরিচয়টা না থাকার কারণে তাঁরা বর্তমান সরকারের আমলেও অনেকটা আড়ালে আছে। কৌশলে চলছেন অনেকে। তাঁদের শনাক্ত করা যায়নি।
এসব বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুন ছাত্রলীগ নেতা- বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র-সহ সভাপতি মোঃ সাজ্জাদ-উর-রহমান (খাজা) বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ছদ্মবেশী জামায়াত-শিবির বসে আছে। তারা সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টায় সর্বদা তৎপর। তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী চক্রকে চিহিৎত করা এখন সময়ের দাবি।