বিশেষ প্রতিনিধি :সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাবনা-৪ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস
রবিবার বিকেল ৪টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হয়।
এদিকে আগে থেকেই তিনি মনোনয়ন পেতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠে। ঈশ্বরদী-আটঘরিয়ার রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বী। তৃণমূল আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীদের সাথে ছিলো তার নিবিড় সম্পর্ক। তাই দলীয় মনোনয়ন তাকে দেয়ার দাবিটা ছিলো এই আসনের আওয়ামীলীগ নেতাকর্মীদের।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, আজকের মতো সভা শেষ। বাকি আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য দলীয় সভানেত্রীকে সভার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সভানেত্রী সিদ্ধান্ত দেওয়ার পর তা জানানো হবে।
উল্লেখ্য , আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে।