গুচ্ছ কবিতা
………স্বপ্নীল ফিরোজ
(১) রেখাচিত্র
কেন সমুদ্রও পারে না অনুবাদ করতে কিছু
অবয়ব?কী এমন রেখাচিত্র, এতো ঢেউ আর
এতো রঙের আঘাত তবুও কেন নীরবে সহ্য
করে বেলাভূমি? কৌনিক দূরত্বে দাঁড়িয়ে থাকে
ব্যথার পাহাড়। কোনদিনই তুমি তা দেখবে না।
(২) সোনার আপেল
ট্রয়ের ঘোড়ার মতো কবিতার টোপ ফেলে
লুকিয়ে থাকে কবি। তারপর তুমি তাকে
টেনে নিয়ে যাচ্ছো হৃদয়ের মাঝখানে।
হেলেন, এখন মাঝরাতে তোমার রক্তের
ভেতর সোনার আপেল, সোনার আপেল
শোরগোল ওঠে।
(৩) আলোচাষী চাঁদ
হারিকেনের চিমনির ভেতর জ্বলে জ্বলে
নিজেকে বন্দী করে একজোড়া দণ্ডিত চোখ।
একদিন কার্বন কালিতে বৃত্ত রচনা করবে
তোমাদের সূর্যও। আর পৃথিবীর মানুষ ভিনগ্রহে
ঘর বাঁধার স্বপ্ন দেখতে দেখতে ভুলে যাবে,
আমাদের ছিল এক আলোচাষী চাঁদ।
(৪) কবি
স্তরে স্তরে আগুন এবং প্রস্রবণ পঙতির পর
পঙতি কখনো ভেঙে পড়ে। আবার কখনো
সৃষ্টি হয় অসীম আকাশ। উড়ার আমন্ত্রণ
প্রত্যাখ্যান করতে পারে না যে পাখি সেও
কবি।
(৫) কান্নাবিলাস
এ মুহূর্তে যে তুমি কান্না করছো
তোমারও সুখী হবার অনেক কারণ
আছে। কারণ কান্না করার মতো
বিলাসিতাও সবার থাকে না ।