রাঙাপ্রভাত ডেস্কঃ আজ রোববার থেকে অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রী পরিবহন শিথিল করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ রোববার থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে উড়োজাহাজে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান আজ শনিবার এ তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, রোববার থেকে অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করেছে। আগে প্রতিটি বিমানে ৭৫ শতাংশ যাত্রী পরিবহন করতে পারতো। এখন সেটি শিথিল করা হয়েছে।’
আজ থেকে আকাশপথে বিমানের অভ্যন্তরীণ রুটে এক আসন ফাঁকা রেখে টিকেট বিক্রির বিধিনিষেধ থাকছে না। তবে আন্তর্জাতিক রুটে আগের নিয়মই থাকছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান।
‘প্রতিটি বিমানের ফ্লাইটের সামনে অথবা পেছনে দুটি সারির সিটগুলো শুধু খালি রাখতে হবে। বাকি সব সিটে যাত্রী পরিবহন করতে পারবে। তবে ফেসগার্ড দিতে হবে,’ বলেন মফিদুর রহমান।
বেবিচক চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা এ বিষয়ে গতকাল গত শুক্রবার সব অভ্যন্তরীণ বিমান কর্তৃপক্ষকে এই নির্দেশনা দিয়েছি।’