হিসাব দিতে হবে
–আবদুস শুকুর আলী মল্লিক
এখনও অনেক কাজ বাকি
সব কাজ হয়নি সারা ,
আগন্তুক উঁকি দেখে বার বার
পিছনে সময় দেয় তাড়া ।
হেলায় হারিয়েছি সোনালী সকাল
দুপুরের দাবদাহে আলস্য আমার,
বিকেলের রোদ মুছে সন্ধ্যা নামে
অলিখিত সময়ের নেই যে থামার।
সৃষ্টির মাকলুকাত ধর্ম করে যায়
শ্রেষ্ঠ আমি তাই আমার অহংকার ,
হিসাব যে দিতে হবে আছে মহাজন
রঙিন স্বপ্নে ভুলে গেছি বার বার।
জমিদারী দিয়েছিল রাজার রাজা
আয়েশে কাটিয়েছি নিজের বলে ,
এখন শমন আসে দাও গো হিসাব
খেরোখাতা নিয়ে এসো এবার চলে ।
লেখকঃ পূর্ব বর্ধমান জেলা ।পশ্চিমবঙ্গ ।ভারত।