মোহতিমিরের ঘ্রাণ
-স্বাধীন শাহ
মোহাচ্ছন্ন এই জগতের মায়ায় ডুবি।
ডুব দিয়ে খুঁজি সৌন্দর্যের অতলের তল।
জেগে থাকি আমি আর রাতের অন্ধকার।
লুকিয়ে খুঁজি প্রেম সাগরের অরূপ রতন।
নিজের সবটুকু আলোতে পৃথিবীকে আলোকিত করে তুমি ডুবে থাকো গহীন আঁধারে।
তুমিতো জানো না এই আলো আঁধারী তুমি যে আমার কতটা আমার?
তুমিতো জানো না আমার প্রেম যে
এক আলো আঁধারী প্রেমের উপাখ্যান।
তুমি আলো আঁধারী দেবী,
আমি তোমারই পুজারী।
দিবালোকের এই আমার ভেতরে
তোমারই অর্চনা চলে দিবারাতি।
অপুর্ব মোহাচ্ছন্ন মায়া তুমি আমারই
স্বপ্নদেবী।
মোহাচ্ছন্ন এই জগতের মায়ায় ডুবি।
ডুব দিয়ে খুঁজি সৌন্দর্যের অতলের তল।
জেগে থাকি আমি আর রাতের অন্ধকার।
লুকিয়ে খুঁজি প্রেম সাগরের অরূপ রতন।
নিজের সবটুকু আলোতে পৃথিবীকে আলোকিত করে তুমি ডুবে থাকো গহীন আঁধারে।
তুমিতো জানো না এই আলো আঁধারী তুমি যে আমার কতটা আমার?
তুমিতো জানো না আমার প্রেম যে
এক আলো আঁধারী প্রেমের উপাখ্যান।
তুমি আলো আঁধারী দেবী,
আমি তোমারই পুজারী।
দিবালোকের এই আমার ভেতরে
তোমারই অর্চনা চলে দিবারাতি।
অপুর্ব মোহাচ্ছন্ন মায়া তুমি আমারই
স্বপ্নদেবী।