আমাদের রবিঠাকুর
-সিলভীয়া পান্ডীত
শৈশবে যখন আমার বড় বোন
রবীন্দ্র সংগীত গাইতো
“যদি বারন করো তবে
গাহিব না……”
আমি শুনতাম আর ভাবতাম
এ কেমন গান ?
গাইতে বারন করা সত্বেও গাইছে?
আবার বলছে “ যদি বারন করো
তবে গাহিব না “।
আমি দেখতাম আমার বোন
যখন গাইতো মা তখন মুগ্ধ
হয়ে শুনতো…..
সে বয়সে আমার একদম
ভাল লাগতো না
রবীন্দ্রনাথ ঠাকুরের গান …..
কিছু বছর পর যখন আমি
একটু বড় হলাম ,
মা আমায় বলতো
মামুনি আমায় একটা
রবীন্দ্র সংগীত গেয়ে
শোনাও তো ….
আমার ভাল লাগতো না
রবীন্দ্র সংগীত গাইতে,
মা কে খুশি করতে গাইতাম
“জানি তোমার অজানা নাহি গো
কি আছে আমার মনে,
আমি গোপন করিতে চাহি গো
ধরা পরে দু নয়নে….
কি বলিতে পাছে কি বলি
তাই দূরে চলে যাই কেবলি…..”
সেই বয়সে গানটি আমি
না বুঝে গাইতাম ….
গান শেষে দেখতাম
মা চোখ বুঁজে আছে….
আর আমি চুঁপি চুঁপি
পা ফেলে খেলার সাথীদের
সাথে খেলতে চলে যেতাম,
সেখানেও শুনতাম খেলতে খেলতে
বন্ধুরা গাইছে……
“ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
কীবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়…..
আমি তখন আমার
মায়ের মত মুগ্ধ হয়ে
শুনতাম আর ভাবতাম,
কি অপূর্ব কি অপূর্ব ….
রবীন্দ্রনাথ তুমি আর
তোমার সৃষ্টি ….
রবে তুমি চিরকাল
আমাদের মাঝে
তোমার এই সৃষ্টি তে ……
লেখকঃ ওহাইয়ো অঙ্গরাজ্য,
আমেরিকা।