গেল সপ্তাহে ফ্রড ও ভুয়া কল ঠেকাতে টেক জায়েন্ট গুগল ‘ভেরিফায়েড কলস’ শিরোনামে তাদের অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত করেছে। এই ফিচারের মাধ্যমে অপরিচিত কোনো নম্বর থেকে গ্রাহককে কী কারণে কল করা হচ্ছে এবং কে কল করছেন, সেটা জানা যাবে। তবে এই সুবিধা পাওয়া যাবে শুধু ব্যবসায়িক কল করার ক্ষেত্রে।
প্রযুক্তি সাইট সিনেট তাদের প্রতিবেদনে জানিয়েছে, গুগলের এমন সুবিধার ফলে ফ্রড ও ভুয়া কল ঠেকানোর পাশাপাশি গ্রাহকদের সংবেদনশীল তথ্য সুরক্ষা করবে বলে মনে করছে গুগল। কিছুদিনের মধ্যে নিজেদের অ্যাপ আপডেটের মাধ্যমে সবার জন্য নতুন এই ‘ভেরিফায়েড কলস’ চালু করবে গুগল।
চালু হচ্ছে গুগলের ‘ভেরিফায়েড কলস’ অ্যাপ।
এ ছাড়া জানা গেছে, ফোনে ডাউনলোড করা হলে গুগলের এই অ্যাপ ডায়ালার হিসেবে কাজ করবে। ডাউনলোড করা যাবে অ্যান্ড্রয়েড ও গুগলের পিক্সেল ফোনে।
তথ্য সংগ্রহেঃ শাহজাহান সরকার