মোঃ হোসেন আলী, কোটালিপাড়া থেকেঃ- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গোল টেবিল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগরণী সংস্থায় প্রোটেকশন এন্ড প্রোমোশন অফ রাইটস অফ উইম্যান এন্ড গালর্স প্রোগ্রামের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলার হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থত থেকে এ কর্মশালাটি উদ্বোধন করেন।
জাগরণী সংস্থার চেয়ারম্যান বিভা রানী বসুর সভাপতিতে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃসুশান্ত বৈদ্ব্য, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা পলাশ দাস, ম্যস কর্মকর্তা প্রশান্ত, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
শ্রীময়ী বাকচী জাগরণী সংস্থার পরিচালক রেনুকা বিশ্বাস বক্তব্য রাখেন।
জাগরণী সংস্থার পরিচালক রেনুকা বিশ্বাস বলেন
জাগরণী সংস্থা ১৯৮২ সাল থেকে নারী উন্নয়ন নিয়ে কাজ করে আসছে।
তারই ধারাবাহিকতায় বর্তমানে আমরা গোল টেবিল এ্যাফেয়র্স কানাডার অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রোটেকশন এন্ড প্রোমোশন অফ রাইটস উইমেন্স অ্যান্ড গালর্স প্রোগ্রামটি হাতে নিয়েছি।
আমাদের প্রোগ্রামটি ২০২০ সালে শুরু হয় এবং ২০২৩ সালে শেষ হবে।