কামরুল হাসান সোহাগঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের আজকের দিনে
(২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছিলেন।
১৯৭৪ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬’তম সদস্য দেশের মর্যাদা লাভ করে। সদস্য পদ লাভের মাত্র সাত দিন পর ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু। জাতিসংঘে এটিই ছিল প্রথম বাংলায় ভাষণ। বঙ্গবন্ধুর জাতিসংঘে বাংলায় দেয়া ভাষনের মাধ্যমে বাংলা ভাষা বিশ্ব দরবারে সম্মানের আসন লাভ করে।
বঙ্গবন্ধুর এই ভাষণ ছিল সারা দুনিয়ার মজলুম মানুষের পক্ষের একটি পঠিত দলিল। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে একটি সোচ্চার উচ্চারণ।