অনলাইন ডেস্কঃলিওনেল মেসি ও লুইস সুয়ারেস ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় দীর্ঘ দিন একসঙ্গে খেলার সুবাদে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু সেই ঘনিষ্ঠ বন্ধুকেই বিদায় জানাতে হল। বিশ্ব ফুটবলের মহাতারকা বন্ধুকে বিদায়ী বার্তায় জানালেন আক্ষেপের কথা।
আবেগঘন বার্তায় তিনি বললেন, “তুমি যেমন, ঠিক তেমন একটা বিদায় তোমার প্রাপ্য; ক্লাবটির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন, দলীয় ও ব্যক্তিগতভাবে অনেক কিছু জিতেছ। ”
“সত্যিটা হল, আমাকে আর কোনও কিছুই অবাক করে না,” যোগ করেন মেসি।
মেসির আবেগঘন বার্তার জবাব দিতে দেরি করেননি সুয়ারেসও।
সবসময় পাশে থাকার জন্য প্রিয় বন্ধুর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।
একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন মেসিকে দিয়ে আসা তার একটি পরামর্শের কথাও।
ইন্সটাগ্রামে মেসির বার্তার জবাবে সুয়ারেস বলেন, “বার্তার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু। তুমি যেভাবে আছো, প্রথম দিন থেকে আমার ও পরিবারের জন্য যা কিছু করেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। আমি সবসময় মেসির প্রতি কৃতজ্ঞ থাকব; মজার ও আবেগপ্রবণ একজন মানুষ।
তোমাকে যা বলেছি, তা ভুলে যেও না; নিজেকে উপভোগ করে যাও, দেখিয়ে যাও তুমি এক নম্বর…তোমাকে অনেক ভালোবাসি, বন্ধু। তোমাদের পাঁচজনকে (মেসি, তার স্ত্রী ও তিন সন্তান) খুব মিস করব।