(১)
অন্তরে বিষের ফুল ফুটলে, প্রেতাত্মার মুখ থেকে
শুধু তখনই নির্গত হতে পারে লোবানের ঘ্রাণ।
(২)
র্যাটলসাপ জানে, কীভাবে ঝুনঝুন শব্দ
করলে শিকারকে নাগালে পাওয়া যায়।
(৩)
শিকারী ভালুক জানে, স্রোতের বিপরীতে
কোথায় লাফিয়ে উঠে তেলতেলে সালমন।
(৪)
কদমের ডালে বসে যখন বাঁশিতে ফুঁ দেয় কৃষ্ণ
তখন রাধার অন্তর খোলে বেশ্যার খোলে যোনি।
(৪)
কুলাঙ্গারের মুখোশ উন্মোচন করলে দেখবে একটি
মস্ত অজগর গজফিতা দিয়ে মাপছে তোমার দৈর্ঘ্য।
(৫)
যে ধর্ষক রাঁধে,গায় আর তোমাকে দেবী বলে অর্চনা করে
লেখে কিছু অকবিতা তাকেও তুমি চিনবে সর্বনাশের পর।