নিজস্ব প্রতিবেদক, খুলনা: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ, ফ্রান্সের সকল পণ্য বয়কট ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে নগরীর পাওয়ার হাউজ মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ। পরিচালনা করেন নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন ইসলামী ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান। সমাবেশে প্রধান অতিথি আব্দুল আউয়াল বলেন, মুসলমানরা তাদের নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। তিনি বলেন, ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। নেতৃবৃন্দ মুসলমানদেরকে ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান জানান। সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, মাওলানা রেজাউল করিম, শেখ জামিল আহমদ, মুফতী গোলামুর রহমান, মাওঃ দ্বীন ইসলাম, মাওলানা আসাদুল্লাহ হামিদি, মাওঃ মুফতী ইমরান হোসাইন, মাওলানা আসাদুল্লাহ আল গালিব, হাফেজ মাওঃ আলী আহমেদ, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওলানা মুজিবুর রহমান, ডাঃ মাওঃ নাসির উদ্দিন, মাওলানা হারুনুর রশিদ, ফেরদৌস গাজী, এস কে নাজমুল হাসান, মোঃ শরিফুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার হালদার, মোঃ সাইফুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব মোমিনুল ইসলাম, হাফেজ মোস্তাফিজুর রহমান, মাওঃ হাফিজুর রহমান, মাওলানা মাহবুবুল আলম, মোঃ আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ আকিছুর রহমান, মাওঃ আবু সাঈদ, মোঃ ইমরান হোসেন মিয়া, আলহাজ্ব আমজাদ হোসেন, মোঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মহানবী (সাঃ) এর অপমান মুসলমানরা সহ্য করবে না
Previous Articleবাবুগঞ্জ মা ইলিশ রক্ষায় অভিযানে ৮ জেলের কারাদন্ড
Next Article আজ বসছে পদ্মা সেতুতে ৩৫তম স্প্যান