রাঙা প্রভাত ডেস্কঃ বিবিসির নিউইয়র্ক সংবাদদাতা নিক ব্রায়ান্ট ভোট গণনার সর্বশেষ পরিস্থিতির কিছু তথ্য উপাত্ত তুলে ধরেছেন।

পেনসিলভানিয়া থেকে বাংলাদেশ সময় রাত আটটা নাগাদ আরো কিছু ফলাফল আসতে পারে। সেটা জো বাইডেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এখন পর্যন্ত রাজ্যটির ৯৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্যে ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এক নজরে গণনার সর্বশেষ
এখনো ছয়টি রাজ্যে ভোট গণনা চলছে। বিজয়ীর নাম ঘোষণা করতে আরো কিছু সময় লাগবে।

ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা জো বাইডেন জয়ের পথে রয়েছেন। জয়ের জন্য তার আরো ১৭টি ইলেকটোরাল ভোট প্রয়োজন।

যে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর ফলাফল গুরুত্বপূর্ণ দুই প্রার্থীর জন্য সেখানে ভোট গণনার সবশেষ:

পেনসিলভেনিয়ায় জো বাইডেন এই মুহূর্তে ২৮ হাজার ৮৮৩ ভোটে এগিয়ে আছেন। এই রাজ্যের ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি- ২০টি। এই রাজ্যে জিততে পারলে বাইডেন জেতার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যাবেন।

অ্যারিজোনাতেও তিনি ট্রাম্পের চেয়ে ২৯ হাজার ৮৬১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি।

নেভাডাতে এগিয়ে বাইডেন- ভোটের ব্যবধান এই মুহূর্তে ২২ হাজার ৬৫৭।

জর্জিয়াতেও এগিয়ে আছেন জো বাইডেন, তবে সেখানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান খুবই কম- ৭ হাজার ২৪৮ ভোট। এই অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে এত অল্প ব্যবধানের কারণে সেখানে ভোট পুনঃগণনা হবে।

উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী জয়ী হতে পারেন না। নির্বাচনে বিজয়ী হতে হলে সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি ভোট প্রয়োজন হয় একজন প্রার্থীর।

সূত্র : বিবিসি

Share.
Exit mobile version