ঘটনাটি ঘটছে বরিশাল সদর থানার চরমোনাই ইউনিয়নের পশুরাকাঠী খান বাড়ির জামে মসজিদের বেলায়। অভিযোগ সুত্র জানা গেছে খান বাড়ির ৭০ বছরের পূর্বের স্থাপিত জামে মসজিদের নামে বিএস খতিয়ান নং-৯ মৌজা: পশুরাকাঠী, বিএস দাগ নং- ১৬৫৭,১৬৬১,১৬৮১,জমির পরিমানঃ- ৪০ শতক। মসজিদ কমিটি জানায় ৭০ বছরে জমির কোন দাবি দার দেখা না গেলেও ইদানিং কালে একই গ্রামের কতিপয় প্রতিপক্ষ ভূমি দস্যু আরজ আলির পুত্র আব্দুল হাই, আব্দুল মালেক,আব্দুল হাইর পুত্র শাহিন নেগাবান, রিয়াজ উদ্দিনের পুত্র ফোরকান নেগাবান, সৈয়দ আলির পুত্র হালিম নেগাবান, আনসার খলিফার স্ত্রী জরিনা, মোসলেম হাওলাদারের স্ত্রী সানু বেগম, আনসার খলিফার পুত্র আজাদ তাদের জমি দাবি করে ২৫ নভেম্বর ২০২০ ইং মসজিদ কমিটি উন্নায়ন মুলক কাজ হিসাবে মসজিদের মুসাল্লিদের সুবিদার্থে গভীর নলকুপ বসাতে গেলে উল্লেখিত ভূমি দস্যুরা দেশিয় অস্র নিয়ে নলকুপ বসাতে বাধা সৃস্টি করে। ও নল কুপ বসানোর দিন মজুরদের অস্রের মুখে তাড়িয়ে দেয় ভুমিদস্যুরা। এ ব্যাপারে বরিশাল সদর থানায় ২৭ নভেম্বর ২০২০ ইং অভিযোগ দায়ের করা হলেও নিস্তার পাচ্ছেন না মসজিদ কমিটির সদস্যরা। তাই ভুমি দস্যুদের অব্যহত হুমকি থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা মসজিদ কমিটির মুসল্লিদের।
নিজস্ব প্রতিবেদকঃ- বরিশালে ৭০ বছরের পুরানো ঐতিহ্যবাহী জামে মসজিদের জায়গা দখলের প্রচেষ্টা অব্যহত মধ্য দিয়ে মসজিদের উন্নায়ন মুলক কাজে ব্যাপক বাধা সৃস্টির কথার অভিযোগ পাওয়া গেছে।