আগৈলঝাড়া প্রতিনিধি:
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা চত্বরে এসে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও ডা: বখতিয়ার আল মামুন, সমবায় অফিসার মো: কামরুজ্জামান, সমাজসেবা অফিসার সুশান্ত বালাসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙ্গেছে তার স্বাধীনতার শত্রু, তারা কখনো এ দেশের উন্নয়ন ও কল্যাণ চায় না। তাদের এই ঘৃণ্য কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আগৈলঝাড়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
Previous Articleবঙ্গবন্ধু কাপের টেবিলে কে কোথায়?
Next Article নৌকা মার্কার প্রচারনায় তাসমিম ডাকুয়া