চুমু।। মুশফিক শুভ
চন্দ্রমল্লিকায় সুবাসিত শীত ফুরালে;
কুয়াশা চাদর ভেদ করে;
শিশির ভেজা ঘাসে পা ফেলে;
আমরা দুজন-
হারিয়ে যাব মিছিলে।
শহরের পথে পথে;
সমবেত হবে সকলে-
একটি সম্ভাবনাময় নতুন সকালের আয়োজনে।
শীত ফুরিয়ে সেদিন,
তোমার ঠোঁট হয়ে উঠুক শহরের ঘোলাটে দেয়াল।
আমি রংতুলি হয়ে;
বসন্তের উষ্ণতম দিনে-
চুমু খাব তোমার ঠোঁটে আর তিলে।
[] চুমু (মুশফিক শুভ)