বিশেষ প্রতিনিধি।। মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় যোগ হলো সিএনজিচালিত তিন চাকার অ্যাম্বুলেন্স।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুটি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। গ্রামীণ সরু রাস্তায় চলবে বলে নাম রাখা হয় ‘গ্রামীণ অ্যাম্বুলেন্স। রাস্তা সরু হওয়ায় অনেক ইউনিয়নের সঙ্গে উপজেলার যোগাযোগব্যবস্থা কিছুটা পিছিয়ে থাকার কারণে অসুস্থ রোগীকে বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে যাতায়াত করাটা কষ্টকর ব্যাপার। দূরবর্তী জায়গা থেকে রোগীদের চিকিত্সা সেবা প্রাপ্তি আরও সহজ করার লক্ষ্যেই এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও আশরাফুল আলম বলেন, উপজেলার যে কোনো ইউনিয়ন থেকে ফোন করলেই এই গ্রামীণ অ্যাম্বুলেন্সের সার্ভিস নেওয়া যাব।