নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনায় বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন জুট মিল চালু ও সকল বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবী আদায়ের ব্যাপারে মালিক পক্ষের সুস্পষ্ট লিখিত ঘোষণা না পেলে ২৫ ফেব্রুয়ারি রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হবে। বলে জানিয়েছেন, মহসেন, সোনালী, আফিল, এ্যাজাক্স, জুট স্পিনার্সস, এ সকল জুুটমিলেের নেতারা মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভায় এ ঘোষনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, ২৪ ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের ব্যাপারে মালিক পক্ষের সু স্পষ্ট লিখিত ঘোষনা না পেলে ২৫ ফেব্রুয়ারি রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হবে। এছাড়া শুক্রবার ২৬ ফেব্রুয়ারি সকল ব্যক্তিমালিকানাধিন মিলের সিবিএ নন সিবিএ সমন্বয়ে বৈঠকে লাগাতার রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচী সহ কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।