বিশেষ প্রতিনিধি ।।
গ্রেপ্তার হল গৃহবধূর স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলসুম।
গাইবান্ধায় গৃহবধূর শরীরে আগুন দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে কাবিলের বাজার এলাকা থেকে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার পারিবারিক কলহের জেরে শারমিন (২১) নামে ওই গৃহবধূর গায়ে আগুন দেয় অভিযুক্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে কোরবান আলীর সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে তার ওপর নির্যাতন করতেন স্বামী ও তার পরিবারের লোকজন। মঙ্গলবার দুপুরের পর থেকে আবারও নির্যাতন শুরু করে স্বামী ও শাশুড়ি কুলসুম বেগম। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে গ্যাস লাইটার দিয়ে শারমিনের ম্যাক্সিতে আগুন লাগিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখে। এতে তার শরীরের বেশির ভাগ (৫০ শতাংশ) অংশ পুড়ে যায়।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, সদর উপজেলার কাবিলের বাজার এলাকা থেকে গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।