শাহজাহান সরকার,স্পেশাল করেসপন্ডেন্ট।।

মহান স্বাধীনতার ৫০ বৎসর পুর্তির সুবর্ণ জয়ন্তীতে পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুর মধ্যপাড়ায় শুক্রবার (২৬ মার্চ) রাতে যুবসমাজের উদ্যোগে বিপুল পরিমান দর্শকের উপস্থিতিতে মঞ্চস্হ হলো নাটক “বাংলা বাঁচাও”।

নাটক ও আলোচনা সভার অংশ

নাটক মঞ্চস্থ করার পূর্বে স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে স্বাধীনতার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত মঞ্চে।আলোচিত বিষয় ছিলো দেশটি একদিনে বা হঠাৎ করে স্বাধীন হয় নাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস রক্ত ক্ষয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশের জন্ম। ১৯৭১ সালে জাতির জনক না থাকলে এই বাংলাদেশের অস্হিত্ব থাকতো না।

মঞ্চস্থ নাটকের দর্শকের খন্ড চিত্র
আলোচনায় বক্তব্য রাখেন এস এম শওকত,সাবেক সাংগঠনিক সম্পাদক সুজানগর  উপজেলা যুবলীগ।
এস এম আঃ বারেক এফ রহমান, সাবেক সভাপতি সুজানগর উপজেলা ছাত্রলীগ।
স্বপন মিয়া,সাবেক সভাপতি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২,ও সাবেক ছাত্রনেতা।
মাজহারুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক যুবলীগ,আহম্মদপুর ইউপি।
ইসমাইল হোসেন,উপজেলা কৃষকলীগ সভাপতি, সুজানগর,পাবনা প্রমুখ।
উক্ত আলোচনা সভা উপস্হাপনায় ছিলেন এস এম আসিবুর রহমান অপু।
এর আগে স্বাগতিক বক্তব্য রাখেন মাহফুজুর রহমান সেলিম সেখ।

নাটকের দৃশ্য
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান যা স্বাধীনতার চেতনামূলোক গানের প্রতিযোগীতা ছিল।
নাটকটি পরিচালনা করেছেন আবুবকর মোল্লা ও বিষ্ণু পদ তালুকদার,রচয়িতায় শ্রী হীরেন্দ্র কৃষ্ণ লাল।

Share.
Exit mobile version