বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে একটি মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ২ ব্যক্তিকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩ সিপিসি-২ এর নীলফামারী জেলার র‌্যাব সদস্যরা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গতকাল রোববার বিরল থানায় একটি একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি ও আটক ২ ব্যক্তিকে পুলিশে সপোর্দ করেছে। আটক ব্যক্তিরা হলেন- বিরল উপজেলার আকটি গ্রামের মৃত খেরাজ উদ্দীনের পুত্র তমিজ উদ্দীন ওরফে আবুল কালাম (৪০) এবং একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রফিকুল ইসলাম (২১)।
মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিরল কাঞ্চন মোড় এশিয়া পাম্প এলাকায় উল্লিখিত র‌্যাব সদস্যরা টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আকটি গ্রামের একটি ঘর থেকে ওই বিষ্ণুমূর্তিটিসহ কালাম ও রফিকুলকে হাতে নাতে আটক করে। বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যাক্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share.
Exit mobile version