বিশেষ প্রতিনিধি।। নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে গত ১৫ দিনে সেখানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে চার শিশুসহ পাঁচজন রোহিঙ্গা। এছাড়াও বুধবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন।
এর মধ্যে সাধারণ নলকূপের পানি পান বন্ধ করে দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে। এখন গভীর নলকূপের পানি সরবরাহ দেওয়া হচ্ছে। এ ছাড়া ৩৫ হাজার খাবার স্যালাইন ও ৩৩ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ এবং সচেতনতামূলক বৈঠক করা হয়েছে। ভাসানচরে এখন ৩৮টি ক্লাস্টারে (গুচ্ছঘর) ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গার বসবাস।
খাবার পানির সমস্যার কারণেই রোহিঙ্গারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে সুবর্ণচর উপজেলায় ২৭ জন। আর সোনাইমুড়ীতে ১০ জন, চাটখিলে ৫ জন, সেনবাগে ৭ জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন।