” মাস্ক পরা অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে, ২৭ জুন ২০২১ খ্রিঃ বেলা ১১ঃ০০ ঘটিকায়, করোনা ভাইরাস মোকাবেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ কর্তৃক করোনা প্রতিরোধে সচেতনতামূলক র্যালী ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি মোঃ এনামুল হক এর নেতৃত্বে বর্ণাঢ্য এই র্যালী ও মোটরযান মহড়া নগরীর এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রহমতপুর প্রদক্ষিণ করে পুনরায় নথুল্লাবাদ এসে শেষ হয়।
র্যালী শুরুতে পর্যায়ক্রমে অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি কমলেশ হালদার
নগরবাসীর উদ্দেশ্যে করোনার এই প্রার্দুভাব রোধকল্পে নিজেকে সুরক্ষিত রেখে, নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্য সচেতনতা তৈরী, সামাজিক ও শারিরীক দুরত্ব বজায় রাখতে বিভিন্ন সচেতনতামূল বক্তব্য রাখেন এবং মাস্ক বিহীন পথচারীদের মাস্ক বিতরণ করেন।
এছাড়াও এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ, কাশিপুর চৌমাথা, গড়িয়ার পাড়, রহমতপুর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে করোনা সচেতনতামূলক পথসভা ও মাস্ক বিতরণ করেন র্যালীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ।