অতিমারিকালে আরো বেশি সচেতন ও মানবিক হই

কামরুল হাসান সোহাগঃ
মহামারী করোনার হিংস্র থাবায় থমকে গেছে জনজীবন। ক্ষতির সম্মুখীন হচ্ছে অর্থনীতি। স্বাস্থ্যখাত হিমসিম খাচ্ছে তাদের সেবা চালু রাখতে। করোনা রোগীর সেবা দিতে গিয়ে অন্যান্য রোগীদের অবস্থা ত্রাহিত্রাহি। কোথাও কোন ভালো খবর নেই। প্রিন্টিং ও ইলেকট্রণিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার যেদিকে চোখ রাখি শুধু আক্রান্ত আর মৃত্যু সংবাদ। ভালো সংবাদ যেন সোনার হরিণ। ভালো খবরের জন্য মানুষ আজ তৃষ্ণার্ত।
ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট এর সামাজিক সংক্রমণ ঘটায় দেশের করোনা পরিস্থিতি এখন নাজুক। গত ২৪ ঘন্টায় দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ প্রান হারিয়েছে কোভিট-১৯ আক্রান্ত হয়ে। পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক লকডাউন চলছে।
লকডাউনে কর্ম হারিয়ে বিপাকে দিন আনে দিন খাওয়া মানুষজন। আয় কমে যাওয়ায় অনেকের ঘরে পর্যাপ্ত খাবার নেই। আর তাই সরকারি সহায়তার পাশাপাশি রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদেরকে এখনই সহায়তার হাত বাড়াতে হবে। আসুন আমরা সবাই সরকারী বিধি নিষেধ মেনে চলি এবং সরকারের পাশাপাশি অসহায় মানুষদের সহোযোগিতায় এগিয়ে আসি।
লেখকঃ সহ সম্পাদক, ডেইলি রাঙা প্রভাত
প্রধান পৃষ্ঠপোষক, সম্ভাবনার কলসকাঠী
Share.
Exit mobile version