নিজস্ব প্রতিবেদক :- বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর বাজারে ২ জন ক্রেতাকে ও ৫ টি দোকানে অভিযান চালিয়ে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মহামারী করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে লকডাউনে চলাকালিন সরকারি বিধিনিষেধ অম্যান্য করায় এসব জরিমানা করা হয়।
সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এর নেতৃত্বে এবং আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে আগরপুর বাজারের ফাস্টফুড দোকান মালিক সুজন দাসকে ১ হাজার টাকা, ভাইভাই মিস্টান্ন ভান্ডার এর মালিক বিশ্বজিৎ দাসকে ৮ হাজার টাকা, রূপালি টেইলার্স এর মালিক মোঃ রাশেলকে ১০ হাজার টাকা, ড্রেস কিং টেইলার্স এর মালিক লিটনকে ৩ হাজার টাকা, কলেজ টেইলার্স এর মালিত রতন দাসকে ১০ হাজার টাকা ও ২ বস্ত্র ক্রেতা নাঈমকে ২ হাজার টাকা, লিমন শিকদাকে ২ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।