বিশেষ প্রতিনিধি।। মুন্সীগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলায় মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে মৃতু্য হয়েছে তিন বন্ধুর। রাতে সদর উপজেলার মুক্তারপুর ব্রিজের ওপর দুর্ঘটনায় আরেক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার রশুনিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে হাফিজুর রহমান আকাশ (১৯), ডাকাতিয়াপাড়া গ্রামের মো. মিনু খানের ছেলে ইয়ামিন (১৮) এবং ঢাকার মিরপুরের মো. মোস্তফা সিকদারের ছেলে রায়হান (২০)।

নিহত আকাশের ভাই জাকির হোসেন বলেন, ওরা তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। ইমামগঞ্জ ব্রিজ এলাকায় গেলে ওদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন মিয়া বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজের রেলিংয়ে আছড়ে পড়ে। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয় জনতা ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে দুজন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় রাতে আরেকজন মারা গেছেন বলে জানা গেছে।

এদিকে সদর উপজেলার মুক্তারপুর-ধলেশ্বরী সেতুতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সেতুর এলাইড কোল্ড স্টোর সাইডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছুক্ষণ পর চরমুক্তারপুর এলাকার দিদার নামে এক ব্যক্তি আহত দুইজনকে পুলিশের সহযোগিতায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন ফতুলস্না থানার গোপচর এলাকার কুরেরপার গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আব্দুলস্নাহ এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে মালেক। আহত আব্দুলস্নাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মালেককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী আহত হওয়ার খবর শুনেছি। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Share.
Exit mobile version