রাঙা প্রভাত প্রতিনিধি ।। জাপানের কোবে বন্দর থেকে দেশে এসেছে মেট্রোরেলের আরও চারটি কোচ এবং দুটি ইঞ্জিন। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মেট্রোরেলের ষষ্ঠ চালানের মালামাল নিয়ে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ব্রাইট কোরাল। বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, জাহাজটিতে মেট্রোরেলের চারটি রেলওয়ে কোচ/বগি ও দুটি ইঞ্জিনসহ ২৮ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে এসব মালামাল খালাসের কাজ শুরু হবে। খালাস করে নদীপথে মালামাল নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে।
জাহাজটিতে চারটি বগি, দুটি ইঞ্জিনসহ কিছু সরঞ্জাম আছে। এ নিয়ে মোট ছয়টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৪৮টি বগি বাংলাদেশে এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। আগামী বছরের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮টি বগি ও ইঞ্জিন আসবে।