বিশেষ প্রতিনিধি।। নওগাঁয় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সেই সাথে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান লিখিত বক্তব্যে এ তথ্য জানান
তিনি জানান, বগুড়া জেলার ধুনট উপজেলার চোয়ারপাড়া গ্রামের ফরিদুল ইসলামের সুজুকি হায়াতি ১০০ সিসি একটি মোটরসাইকেল ২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় নওগাঁ শহরের চকগরীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চুরি যায়। ফরিদুল ইসলাম নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত করতে গিয়ে ১৩ ফেব্রুয়ারি নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে নওগাঁ শহরের খাস নওগাঁ এলাকার বাবু মোল্লার ছেলে জালাল মোল্লাকে (২৬) আটক করা হয়। পরবর্তীকালে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নওগাঁ শহরের চকইলাম এলাকার মৃত মেহের আলীর ছেলে গোলাম রব্বানী ওরফে লালচান (৩৬), মধ্য দূর্গাপুর হাজীপাড়া এলাকার মৃত জহির সরদারের ছেলে নাজিম উদ্দিন (৬৫) ও নাজিম উদ্দিন সরদারের ছেলে ইমরান হোসেন (৩৫), মকরামপুর মধ্যপাড়া এলাকার মন্টু প্রামাণিকের ছেলে শরিফ হোসেন (৩১), চকবাড়িয়া মধ্যপাড়া এলাকার বুলুর ছেলে নাহিদ হোসেন এবং চকমুক্তার বউবাজার এলাকার মৃত জহুরুল হকের ছেলে নুরুল ইসলামকে (৪৯) আটক করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্নস্থানে লুকিয়ে রাখা ১০টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এই চক্র দীর্ঘদিন থেকে মোটরসাইকেল চুরি করে রং এবং আকার পরিবর্তন করে দেশের অন্যান্য এলাকায় বিক্রি করতো। এদের সাথে আরও কারা জড়িত আছে তাদের গ্রেফতারের প্রচেষ্টা চালানো হচ্ছে।
শিরোনামঃ
- চোরাই মটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২
- রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
- বাবুগঞ্জে ক্ষতিকর উপাদানে বরফকলে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে জরিমানা
- বাবুগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর
- বাবুগঞ্জের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন সুযোগ্য ইউএনও ফারুক আহমেদ
- পাবনায় নিখোজের পরদিন ভুট্টা ক্ষেত থেকে কন্যা শিশুর লাশ উদ্ধার
- কলসকাঠী ডিগ্রি কলেজের সভাপতি হলেন সচিব রফিকুল ইসলাম
- বাবুগঞ্জ বাসীর জনপ্রিয় ইউএনও ফারুক আহমেদ
- সিংড়ায় কয়েলের আগুনে ভস্মীভূত দিনমজুরের বাড়িঘর
- সৈয়দপুরে ঈদের ছয় দিনেই তিন শতাধিক বিয়ে