বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জে হোন্ডা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কয়েক মাস ধরে প্রায় রাতেই একদল যুবক শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরময় ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না।
গত শনিবার এই বাহিনীর কিছু সদস্য স্থানীয় একটি পত্রিকা অফিসে হামলা চালিয়ে ব্যাপক তাণ্ডব চালানোর পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, এই বাহিনীর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। যদিও গত বছর এক অনুষ্ঠানে এই ‘হোন্ডা বাহিনীর বিরুদ্ধে আওয়াজ তোলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সে সময় তিনি প্রশাসনের কাছে কারা এই বাহিনীর সদস্য তা জানতে চান। পাশাপাশি এই বাহিনীর লাগাম ধরতে প্রশাসনকে অনুরোধ করেন তিনি। পরে প্রশাসন কঠোর হলে কিছুদিনের জন্য বন্ধ হয় এই বাহিনীর তৎপরতা। তবে পরবর্তী সময়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে এই হোন্ডা বাহিনী। নারায়ণগঞ্জে আবারও আলোচনায় এই বাহিনী। এই বাহিনী শহরের বঙ্গবন্ধু সড়কে সারি সারি মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে থাকে। হঠাৎ এত মোটরসাইকেল দিয়ে মহড়া দিতে দেখে ভীত হয়ে পড়েন শহরের ব্যবসায়ীসহ সাধারণ পথচারীরা।

চাষাঢ়ার কয়েক জন ব্যবসায়ী বলেন, ‘শতাধিক হোন্ডা নিয়ে শহরে মহড়া দেয় একদল লোক। এক সময় এভাবেই মহড়া দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত তারা।’

চুড়িহাট্টায় আগুন: দুই ভাইসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিটচুড়িহাট্টায় আগুন: দুই ভাইসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট
এ ব্যাপারে মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ শহরকে কি আবার খুনের শহরে পরিণত করতে চায়? আবারও কি আমাদের ভয়ে ভীত হয়ে থাকতে হবে? প্রশাসনকে অনুরোধ, এই হোন্ডা বাহিনীর লাগাম টেনে ধরেন। নইলে জনগণ তাদের পিটিয়ে মারবে।’

পুলিশ সুপার জায়েদুল আলম এবার স্পষ্ট বলেছেন, ‘হোন্ডা বাহিনীর সদস্যরা যত শক্তিশালী হোক, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।’

অন্যদিকে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই হোন্ডা বাহিনীর তৎপরতা সম্পর্কে অবগত হন। এ সময় বলা হয়, এই বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি মাদক ব্যবসাও করে। তাছাড়া অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জে শত শত গাড়ি ও মোটরসাইকেলে প্রেস লেখা স্টিকার লাগিয়ে নিয়মিত মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এসব কার্ডধারী প্রেস স্টিকার লাগানো যানবাহনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অভিযান চালাবে বলে জেলা প্রশাসক জানান।

Share.
Exit mobile version