বিশেষ প্রতিনিধি।। ঈদে যাত্রীদের চাপ সহনীয় করতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচলে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পাঁচটি ফেরি চলাচল শুরু করেছে। রাতদিন ২৪ ঘণ্টা বাংলাবাজারে দুটি ঘাট দিয়ে ফেরি চলাচল করবে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরিঘাটের ম্যানেজার সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে বুধবার সকাল থেকেই ঘাটে ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে। নৌরুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চের পাশাপাশি ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, মিনি রো-রো সুফিয়া কামাল ও বেগম রোকেয়া— এ পাঁচটি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চলাচল করবে। শরীয়তপুরের মাঝিরঘাট রুটে রাতে চলবে শুধু ফরিদপুর ফেরি।
আপাতত ঈদের আগে এবং পরে পাঁচদিন করে দিনরাত ২৪ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর নিচ দিয়ে আগের নিয়মে ফেরি চলাচল করবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তবে লঞ্চ চলাচলের ক্ষেত্রে রাত সাড়ে ৮টার পরিবর্তে সময় বাড়িয়ে ১০টা করা হয়েছে। প্রতিদিন ভোর সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নৌরুটে লঞ্চ চলাচল করবে। আগামী ১৫ মে পর্যন্ত এ নিয়মে লঞ্চ চলবে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরিঘাটের ম্যানেজার সালাউদ্দিন মিয়া বলেন, শরীয়তপুরের মাঝিরঘাট রুটে রাতে চলবে শুধু ফরিদপুর ফেরি। আপাতত ঈদের আগে পাঁচদিন এবং পরের পাঁচদিন দিনরাত ২৪ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর নিচ দিয়ে আগের নিয়মে ফেরি চলাচল করবে।