নিজস্ব প্রতিবেদক।। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমিতে  লতিরাজ কচু চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মে) সকালে বরিশালের বাবুগঞ্জ  উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর ব্লকের  রহিমগঞ্জ চরআলগী এলাকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে  ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত উপ পরিচালক পিপি মোঃ রেজাউল হাসান।

 

মৌসুম রবি লতিরাজ কচু মাঠদিবস অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ  উপজেলা কৃষি অফিসার মোঃ নাসির উদ্দীন, উপজেলা  উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আতিকুর রহমান সুমন, উপজেলা  উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এইচ,এম, অহিদুজ্জামান মিরন।

অনুষ্ঠানে সফল কৃষক   আক্তারুজ্জামান রনি সফলতালাভ করায় তাকে ধন্যবাদ জানানা বক্তারা।

বক্তারা বলেন, লতিরাজ কচু চাষ করে অল্প খরচে অনেক বেশি আয় করা সম্ভব। নিচু জমিতে কচু উৎপাদন হয়। ফলে যেখানে অন্য কোনও ফসল সহজে হয় না সেখানেও এই কচু চাষ করা সম্ভব।

অনুষ্ঠানে এলাকার লোকজন অংশগ্রহণ করে।

Share.
Exit mobile version