নিজস্ব প্রতিবেদক :- কালজয়ী একুশে গানের রচয়িতা, প্রখ্যাত দেশবরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব একে এম শহিদুল আলম ফারুক।
আজীবন মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপোসহীন গাফফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত এবং তার নীতি-চেতনা-আদর্শকে হৃদয় ধারণের সংকল্প ব্যক্ত করেছেন ক্লিনিকের পরিচালনা পর্ষদ। বিবৃতিতে তারা বলেছেন, বাঙালি জাতি একজন প্রগতিশীল-সুজনশীল লেখক-বুদ্ধিজীবীকে হারালো; যা কখনই পূরণ হবার নয়।হালিমা-মান্নান ক্লিনিকের পরিচালক  বলেন, খ্যাতিমান সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী স্বাধীনতার মূল্যবোধ এবং বাংলাদেশ বিরোধীদের অপতৎপরতার বিরুদ্ধে সদা জাগ্রত অতন্ত্র প্রহরীর ভূমিকায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। প্রবাসে থেকেও নিজের লেখনীর মাধ্যমে তিনি মুক্তবুদ্ধি এবং প্রগতিশীল আন্দোলনের স্বপক্ষে জনমত গড়ে তুলেছেন। তার মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণ হবার নয়।তার মৃত্যুতে বাংলাদেশ সৃজনশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে হারাল। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

তিনি আরো বলেন- আবদুল গাফফার চৌধুরী দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশ ও সমাজের প্রয়োজনে সব সময় তিনি বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন। বাংলাদেশের জন্য তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বিশেষ করে কালজয়ী গান- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন বাঙালি জাতির মাঝে।

Share.
Exit mobile version