কবি বুলবুল

———- আইভি সাহা

হে প্রিয় মোর প্রাণের কবি বুলবুল
মাথায় তোমার ঝাঁকড়া বাহারি চুল
বাবরি দোলানো,মনোহর, নটবর সাজে
বিদ্রোহ তোমায় করেছে মহান তোমারই কাজে!

হে কবি মোর বুলবুল,গানের পাখি!
সুরের যাদুকর,বিদ্রোহ, প্রেম,
সাম্য,আদর্শ, দ্রোহ, প্রতিবাদ, এই ছিল নীতি
কখনো তুমি অরুণকান্তি, যোগী ভিখারী!

তুমি ছিলে,প্রেম, প্রণয়,ভালোবাসার সম্রাট
প্রেম বিরহে তোমার প্রিয়া প্রমিলা ছিল উন্মাদ!
দিয়েছো কেবল যন্ত্রণা আর কাটা ভরা গোলাপ!
প্রিয়ার হৃদয়ে অনুরণন বেজে গেছে….
তোমার উদাস, মাতাল সুরের মূর্ছনায়!

মনে পড়ে গানের পাখি বুলবুল?
প্রিয়তমা প্রমিলাকে লেখা প্রথম কবিতা? ‘বিজয়িনী’ প্রথম প্রেমের সেই পংক্তিমালা———
‘হে মোর রাণী, তোমার কাছে হার মানি’
বুকে নিয়ে কেঁদেছে প্রিয়া, তোমার লেখা বাণী!

ভালোবেসে ডেকেছো প্রিয়ারে পিউকাহা!
প্রমিলা,দোলোনা,প্রিয় সেই নাম “আশালতা”
ক্ষণিকের অতিথি ছিলে শুধুই তুমি!
কেটেছে প্রিয়ার বিরহে শুধু তোমার পথ চাহিয়া!

কবিতা, গল্পেরা,গানেরা নীরবতার অভিসারে
তোমায় খুঁজে খুঁজে ফিরেছে রাতের পিদিম জ্বেলে
একলা শূণ্য ঘরে তোমায় বিহনে!

তুমিও ব্যথিত চিত্তে প্রিয়া বিহনে!
ব্যথায় অশ্রু ঝরাতে দুই নয়ানে!
তোমার সিক্ত নয়ন প্রিয়ার চোখে
যেতো না কখনো এড়িয়ে !
বিরহে সেও যে আকুল ভেসে ভেসে!
তোমার সাফল্য, তোমার বিজয় চেয়ে,
তোমার প্রিয়া,মরতেও যে জানতো নীরবে!
স্বার্থহীন ভালোবেসে -বেসে!

২৪/৫/২০২২

কবি আইভি সাহা।
Share.
Exit mobile version