রাঙা প্রভাত ডেস্ক।। বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৭৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪ ) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে ৩০ জন, আরেকটি প্রজ্ঞাপনে ৩৭ জন এবং অপর একটি প্রজ্ঞাপনে ৬ জনসহ পুলিশ সুপার পদমর্যাদার মোট ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার (৩১ মে) দুটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

Share.
Exit mobile version