রাঙা প্রভাত ডেস্ক।। গুলিবিদ্ধ হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতার দেওয়ার সময় হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রভাবশালী পত্রিকা ‘দ্য জাপান টাইমস’।

বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচির সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। সূত্র: দ্য জাপান টাইমস, রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

Share.
Exit mobile version