রাঙ্গাপ্রভাত ডেস্কঃ
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই ঢাকা-বরিশাল নৌ-পথে যাত্রী কমে যাচ্ছে বলে জানাচ্ছিলেন এই খাতের ব্যবসায়ীগন। তবে উৎসুক মানুষ প্রথমবার পদ্মা সেতু পাড়ি দেয়ার অভিজ্ঞতা নিচ্ছেন বলে প্রাথমিকভাবে নৌ পথে যাত্রী সংখ্যা একেবারেই সীমিত হয়ে আসে। যাত্রী ধরে রাখার লক্ষে লঞ্চ মালিকগন ভাড়াও কমিয়ে আনেন। তবে যারা আরাম আয়েসের সাথে ভ্রমন করতে চান তাদের প্রথম পছন্দ নদীপথ। তাছাড়া শিশু, বৃদ্ধ কিংবা নারী যাত্রীগণ নৌ পথেই ভ্রমনে স্বাচ্ছন্দবোধ করেন।
তবে এইবার লোকসানের বিষয়টি উল্লেখ্য করে ঢাকা-হিজলা-বরিশাল নৌপথ যাত্রীসেবা বন্ধের ঘোষণা দিয়েছে গ্রিন লাইন।
সোমবার (২৫ জুলাই) এক ফেসবুক পোস্টের মাধ্যমে পরিবহন সংস্থাটি এ ঘোষণা দেয়।এতে বলা হয়, মঙ্গলবার থেকে তাদের এমভি গ্রিন লাইন-৩ জাহাজ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলাচল করবে না।অর্থাৎ ঢাকা-হিজলা-বরিশাল রুটের যাত্রীরা গ্রিন লাইনের নৌ-সেবা নিতে পারবেন না।
পোস্টে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৬ জুলাই থেকে গ্রিন লাইনের ঢাকা-বরিশাল ভায়া হিজলা নৌপথে চলাচলকারী জাহাজের সার্ভিস বন্ধ থাকবে। তবে ঢাকা–কালীগঞ্জ–ইলিশা রুটের এমভি গ্রিন লাইন-২ নিয়মিত চলাচল করবে। এছাড়া, ঢাকা-বরিশাল রুটে গ্রিণ লাইনের বাস চালু থাকবে।