রাঙা প্রভাত ডেস্ক।। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে খাদ্য ও জ্বালানী সংকট মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালী দেয়া বক্তব্যে এমন্তব্য কনেন তিনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারনে এই সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কোভিড-১৯ মহামারি, সংঘাত, খাদ্য এবং জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে উল্লেখ করে বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক সংহতি জোরদারের তাগিদ দেন শেখ হাসিনা। এসময় চলমান মানবিক সংকট মোকাবিলায় সকলকে সাহসের সঙ্গে এগিয়ে আসার আহবান জানান প্রধামন্ত্রী শেখ হাসিনা।

Share.
Exit mobile version