নিলাম বার্তা
মিন্টু রায়

পুরো জীবনকে আপন খেয়ালে তুলবো নিলামে,
পাওনা অর্থে…!
বেনামী মামলা ঠুঁকে দিবো বিধাতার নামে।
খতিয়ে দেখবো তার বিভীষিকায় তৈরি নির্দয় সংবিধান,
ব্যবধান কথাটার ব্যবধান কতটা বুঝে নিবো কাঁটায় কাঁটায়।

জীবন বৃত্তের পরিমাপে চাই নিপুণ সমীকরণ,
কেন এত পাঞ্জা লড়ে ধুকে চলা মরণের সাথে?
কত আর রাস্তার পরিচয়হীন শিশু স্পন্দনে টেনে চলবে বিবর্ণ জীবন?
আমিতো বুভুক্ষুর হাঁ করা পাঁজর থেকে গড়তে শিখেছি সহনশীলতার দুর্ভেদ্য প্রাচীর ;
বৃদ্ধের ধূসর দৃষ্টির তলদেশে ডুবুরি হয়ে খুঁজে পেয়েছি জীবনের প্রতিবিম্ব,
ধাত্রীর কম্পনহীন হাত থেকে শিখে নিয়েছি জীবন থেকে বেরিয়ে আসা জীবনকে দু’হাতের তালুতে আগলে রাখার মহামন্ত্র।

প্রলয় চিৎকারে আজ ছেড়ে চলবাে চরম হুঙ্কার,
কাঁপিয়ে তুলবো ব্রহ্মান্ডের আনাচ-কানাচ!
আদিমতায় মাথা ঠুঁকে ঠুঁকে প্রবল আক্রোশে উপড়ে নিবো
রাজকাঁকড়ার মতো কামড়ে থাকা রাজাশ্রয়ী মানবতার যতসব শিকড়-বাকড়।

তারপর…
আইনের চোখ থেকে খুলে নিয়ে কালো কাপড় –
তাবৎ দেনাপাওনায় চালিয়ে যাব নিখাদ ব্যবচ্ছেদ,
চিরতরে ফিরিয়ে আনবো —
হাহাকারের হাত থেকে লুন্ঠিত হওয়া আমাদের সেই আলোর মশাল।

Share.
Exit mobile version