রাঙা প্রভাত ডেস্ক।।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি ২০ তে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের হারারে তে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বোলিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। মুস্তাফিজ, তাসকিন এবং শরিফুল প্রত্যেকেই আজকে ছিলেন ছন্নছাড়া। ১২.৫০, ১১.৫০ এবং ১০.৫০ গড়ে রান দেন বাংলাদেশের এই তিন বোলিং তরকাগণ।
জিম্বাবুয়ে শুরুতে ব্যাট করে ২০৫/৩ রান করে তার মধ্যে সর্বোচ্চ স্কোর করেন সিকান্দার রাজা ২৬বলে ৬৫ রান করেন।

বাংলাদেশ ব্যাটিং করতে নেমে শুরুতে ধীরগতিতে রান তুলেও নিয়মিত উইকেট হারিয়ে ফেলে। এতে করে শেষ দিকে অধিনায়ক চেষ্টা করেও দলকে কাঙ্ক্ষিত জয় উপহার দিতে পারেন নি। নুরুল হাসান সোহান করেন ২৬ বলে ৪২ রান। এতে অবশ্য ব্যবধানের লজ্জা কিছুটা হলেও লাঘব করেছেন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য বালাদেশে ক্রিকেট বোর্ড এই সফরে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রেখে অপেক্ষাকৃত তারুণ্য নির্ভর দল ঘোষণা করে পরীক্ষা করতে চেয়েছিলো। তবে এ যাত্রায় প্রথমেই হোচট খেলো বাংলাদেশ।

Share.
Exit mobile version