নিজেস্ব প্রতিবেদক ।।

সরকারি আদেশ অমান্যকরে কর্মকর্তাদের বিদেশ যাত্রা বন্ধে আদালতে রিট দাখিল করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। ৩১ জুলাই রোববার জনস্বার্থে তিনি এই রিট দায়ের করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির অনুমতি নেওয়া হয়েছে।

ব্যারিস্টার সুমন আদালতে বলেন, সরকারি প্রজ্ঞাপন অমান্য করে একজন মন্ত্রীর পিএস বিদেশে গেছেন। এভাবে অনেক কর্মকর্তা সরকারি প্রজ্ঞাপন অমান্য করে বিদেশে যাচ্ছেন।

পরে আদালত রিট আবেদনটি দায়েরের অনুমতি দেন। মন্ত্রী পরিষদ সচিব, দুদকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১২ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করে সরকার।

Share.
Exit mobile version