আজিজুল হক

একসময় গ্রামীণ জনপদের অবস্থাসম্পন্ন অধিকাংশ গৃহস্থের বাড়িতেই ছিল কাচারি ঘর। আর এই কাচারি ঘর ছিলো গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির একটি অংশ। কালের বিবর্তনে আজ কাচারি ঘর বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে। গেস্টরুম বা ড্রয়িং রুম ডিজিটাল ভার্সনের ভিরে কাচারি ঘর এখন আর গ্রামীণ জনপদেও দেখা যায়না। যাও দেখা যায় তাও অযত্নে-অবহেলায় নিশ্চিহ্ন হচ্ছে।

কাচারি ঘরের অবস্থান ছিল, মূল বাড়ির একটু বাহিরে (বাড়ীর দজ্জায়) মেইন রাস্তার পাসে আলাদা খোলামেলা ঘর। কাঠের কারুকাজ করা টিন অথবা শনের ছাউনি থাকতো কাচারি ঘরে। আলোচনা, শালিস বৈঠক, গল্প-আড্ডার আসর বসত কাচারি ঘরে।

পথচারি বিপদে পরলে রাতযাপনের ব্যবস্থাও থাকতো কাচারি ঘরে। আবাসিক গৃহশিক্ষকের (লজিং মাস্টার) থাকার ব্যবস্থা থাকতো কাচারি ঘরেই। কোন কোন বাড়ির কাচারি ঘর সকাল বেলা মক্তব হিসেবেও ব্যবহৃত হতো। আজ এসবই অতীত, আধুনিকতার নামে হারিয়ে গেছে গ্রামীন এই ঐতিহ্য।

Share.
Exit mobile version