ফানুস
ফওজিয়া হালিম অনু

আজো চোখের তারায় তোকে দেখি,
আজো কবিতায় তোকে লিখি।
আজো তোরই তরে দু’হাত বাড়াই;
আজো তোরই তরে সাত-সকালে স্বপ্ন কুঁড়াই,
হৃদয় ভিটায় দোপাটি ফুল যত্নে সাজাই।

আজো তোরই তরে নির্ঘুম চোখে বর্ষা ঝরাই।
বর্ষাস্নাত কদম – কেয়ার ঈর্ষা বাড়াই…!
আজো শীত সকালের হিমেল ওমে তোকে জড়াই।
আজো ধুমায়িত চায়ের কাপে যমজ ওষ্ঠে ফানুস উড়াই!

আজো ভুল ফাগুনে তোরই তরে আবির রাঙা দু’পা বাড়াই।
প্রেম কুঁড়ানো শুকনো গোলাপ পাঁপড়িগুলো শুন্যে উড়াই….!

Share.
Exit mobile version