ফেরারী সময়ের কাব্য

নাসরিন সিমি

প্রতি মধ্যরাতে মরে যাই একটু একটু করে
বুকের ভেতর জেগে ওঠে শৈশব অথবা
আজন্মকালের ভুলগুলোর যন্ত্রণার কাঁচ
আমার হৃদয় কেটে কেটে করেছিল খুন

ঘুমের মধ্যে এসে জাপটে ধরে ইবলিশ
আমি ভয়ার্ত চোখে ঝাপসা দেখি সব
পৃথিবীটা সাহারা মরুভূমি হয়ে যায়
দাঁড়িয়ে থাকি ঠিক তার মধ্যেখানে

আমাকে ঘিরে আবর্তিত হয় জীবনের
যতো ভুল যতো উলুবনে ছড়ানো মুক্তা
আমি স্বপ্নের ভেতর দেখি কালো চাঁদ
আমাকে তাড়া করে ফেরে তেইশ বছর

যেখানে ছিলো শুধু করুণার খামখেয়ালি
সিংহচোখে দৃষ্টির শাসনে বাঁধা শৃঙ্খল
কবিতা লেখার হুলিয়া জারি করে বাঁধা
আমার অস্তিত্ব আমার বেঁচে থাকার ইচ্ছে

ঘুমের ভেতর সব তাড়া করে ফেরে নির্দয়ে
তারপর একসময় জেগে উঠি ঘুম ভেঙে
সকালের সূর্যের আলো এসে বারান্দায়
ডেকে নিয়ে বলে বেঁচে থাক শৃঙ্খল ভেঙে।

Share.
Exit mobile version