রাঙা প্রভাত ডেস্ক।।

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহতের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বিএনপি। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মীর্জা ফখ্রুল বলেন  “আপনারা রাস্তা দখল করতে রাজি আছেন? রাস্তায় না নামলে কিছু হবে? রাস্তা দখল করতে হবে। আপনারা সবাই রেডি হয়ে যান, তৈরি হয়ে যান।

“আমরা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে টেনে হিঁচড়ে নামাব এবং আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব- এটা হোক আজকে আমাদের শপথ।”

এ সময় কর্মীরা ‘হরতাল, হরতাল’ স্লোগান দিতে থাকলে বিএনপি মহাসচিব বলেন, “হরতাল দিও। আগে রাস্তা দখল করো।”

মির্জা ফখরুল বলেন, “আর আমাদের কোনো সময় দেওয়া চলবে না। এখন আমাদের দাবি একটাই- একদফা এক দাবি,…।

“আসুন সেই এক দফা দাবি আদায় করার লক্ষ্যে, জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, জনগণের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠানোর লক্ষ্যে, আমাদের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন সুদূর ৮ হাজার মাইল দূর থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই নেতৃত্ব দিচ্ছেন আমরা ঐক্যবদ্ধ হই।”

আগামী বৃহস্পতিবার থেকে দলের প্রতিটি অঙ্গসংগঠন বিক্ষোভ করবে, সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ফখরুল।

Share.
Exit mobile version