রাঙা প্রভাত ডেস্ক।।

ভোলায় গত রবিবার পুলিশের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন জেলা যুবদল সভাপতি মোঃ নুর আলম (৩৮) মৃত্যু বরণ করেছেন। 

বুধবার দুপুরে ঢাকার কমফোর্ট হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নুরে আলমের স্ত্রী ও ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

ভোলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হন। এছাড়াও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

প্রথমে গুরুতর আহত নুরে আলমকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ওই দিন রাতে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। সর্বশেষ তিনদিন লাইফ সপোর্টে চিকিৎসাধীন থেকে বুধবার দুপুরে মারা যান তিনি। 

উল্লেখ্য ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। বুধবার (৩ আগস্ট) এ হরতালের ডাক দেয় দলটি।

Share.
Exit mobile version