কুহেলিকা
আফরোজা রোজী
হৃদয় ভেংগে দিতে কামান দাগানোর দরকার নেই
অবহেলাই যথেষ্ট,
যখন তিল তিল করে গড়ে ওঠে প্রাসাদ
ভালোবাসা, আদর,যত্ন ও মমতার ভিতে
প্রতিটি কথা, স্পর্শ, অনুভূতি আর আচরণ
তাকে রচিত করে মজবুত থেকে মজবুততর,
নেয় নান্দনিকতার শীর্ষে
আলোক আভায় জীবনের মর্ম অনুধাবন করে।
আর যখন অবহেলার নোনা জমা হয়
পলেস্তরা খসে পড়ে,
যখন অনুভূতিতে অহংকার আসে
অথবা উদাসীনতা প্রসারিত হয়, আসে ভিন্ন মোহ
তা দুমরে দুমরে প্রাসাদের ভিত্তি ভেঙ্গে দেয়
নড়বড়ে হয় তার আসন।
প্রহসনের আচরণ দেখিয়ে দেয়
এ নয় ভালোবাসা
নয় আলো -আশা
এ তো কুহেলিকা।