‘বঙ্গবন্ধু মানে’

 

বঙ্গবন্ধু মানে

বাঙালির প্রেরণায় সহস্র উচ্ছ্বাস, দমে যাবার নয়,

অদম্য সাহসী বুকের দৃঢ় চেতনায় বিশ্বাস।

 

বঙ্গবন্ধু মানে

শত চক্রান্তের বুক ফেড়ে কবলে নেয়া স্বাধীনতা;

অন্যায়ের প্রতিঘাতে নিষ্ঠুর, নয় ছিটেফোঁটা মলিনতা।

 

বঙ্গবন্ধু মানে

অন্যায় কেন! অন্যায়ে করলে ঘাত,

হুশিয়ারি, হুংকার করতে হবে প্রতিঘাত!

 

বঙ্গবন্ধু মানে

রুখে দাও, ভেঙে দাও সকল নিপিড়ন ,

সত্যের সন্ধানে শক্ত ইমারত, করুক না ওরা গুলি বর্ষণ!

 

বঙ্গবন্ধু মানে

দ্যর্থহীন কন্ঠে, ঊর্ধশ্বাসে দেয়া স্বাধীনতার ডাক!

বাঙালি মেতেছে স্বাধীনতার স্বাদে,

ঝাপিয়েছে স্বাধীনতায় অস্ত্রে, নিরস্ত্রে শুধু ঝাঁকে ঝাঁক!

 

বঙ্গবনধু মানে

স্বাধীন বাংলার মহান স্থপতি!

বীরত্বের সন্ধানে কর্মে গাথা হাজারো কৃতি!

 

বঙ্গবন্ধু মানে

বাঙালির মহানায়ক!

নিপীরন ভাঙতে গাওয়া গানের বিখ্যাত গায়ক!

 

বঙ্গবন্ধু মানে

স্বপ্ন ছোয়া স্বপ্নের দিক উন্মোচন,

বীরত্বের পরিচয়ে, স্বপ্নের রূপায়নে বহুবার কারাবরন ।

 

বঙ্গবন্ধু মানে

দূর্ভাগা জাতীর ভাগ্যকাশে রক্তিম প্রভাকর,

অন্ধকারের দ্বার খুলে দিক দেখিয়ে দেয়া মহান দিকপ্রদর্শক।

 

বঙ্গবন্ধু মানে

বাঙালীর কাব্যে অনতিক্রম্য ইতিহাসের সেই লেখক,

ধন্য, সার্থক বাঙালী যদি হতে পার এ কাব্যের বাহক।

 

লেখকঃ

মুয়াজ বিন হুসাইন যাবাল                                

 দশম শ্রেণী (জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়)

 

Share.
Exit mobile version